ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৪০৮
রাশিবিদ্যা বা জ্যোতিষী-শাস্ত্র শিক্ষার নিন্দা
(২৪০৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষী-শাস্ত্রের কিছু বিদ্যা শিক্ষা করল সে যাদুবিদ্যার একটি শাখা শিখল । সে তাতে যা ইচ্ছা বৃদ্ধি করুক।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من اقتبس علما من النجوم اقتبس شعبة من السحر زاد ما زاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪০৮ | মুসলিম বাংলা