ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৮৭
মুশরিক প্রতিনিধি দলকে মসজিদে অবস্থান করানো
(২৩৮৭) তাবিয়ি হাসান বসরি বলেন, উসমান ইবন আবিল আস রা. বলেন, যখন সাকীফ গোত্রের প্রতিনিধিদল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করল, তখন তিনি তাদেরকে মসজিদে নববিতে থাকতে দিলেন; যেন তাদের হৃদয় অধিকতর নরম হয় (মসজিদের পরিবেশের প্রভাবে তাদের মন ইসলাম গ্রহণে আকৃষ্ট হয়)।
عن الحسن عن عثمان بن أبي العاص رضي الله عنه: أن وفد ثقيف لما قدموا على رسول الله صلى الله عليه وسلم أنزلهم المسجد ليكون أرق لقلوبهم.
