ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৮৮
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মুশরিক প্রতিনিধি দলকে মসজিদে অবস্থান করানো
(২৩৮৮) তাবিয়ি হাসান বসরি বলেন, যখন সাকীফ গোত্রের প্রতিনিধিদল রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করল, তখন তিনি মসজিদে নববির পেছনের অংশে তাদের জন্য তাঁবু বানিয়ে দিলেন... তাঁকে বলা হল, হে আল্লাহর রাসূল, আপনি তাদেরকে মসজিদে থাকতে দিলেন, অথচ তারা মুশরিক? তখন তিনি বললেন, যমিন তো নাপাক হয় না, নাপাক হয় আদম সন্তান।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن الحسن أن وفد ثقيف أتوا رسول الله صلى الله عليه وسلم فضربت لهم قبة في مؤخر المسجد... فقيل: يا رسول الله أتنزلهم المسجد وهم مشركون؟ فقال: إن الأرض لا تنجس إنما ينجس ابن آدم.