ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৮৩
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮৩) তাবিয়ি তামীম ইবন সালামা (১০০ হি.) বলেন, যখন উমার রা. সিরিয়ায় আগমন করলেন, তখন সেনাপতি আবু উবাইদাহ ইবনুল জাররাহ রা. তাকে অভ্যর্থনা করেন এবং তিনি তার হস্ত চুম্বন করেন।
عن تميم بن سلمة قال: لما قدم عمر رضي الله عنه الشام استقبله أبو عبيدة بن الجراح رضي الله عنه فقبل يده.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৮৩ | মুসলিম বাংলা