ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৮৪
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
যদি কেউ কোনো জাতির অনুকরণ করে তবে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে
(২৩৮৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো জাতির অনুকরণ করে তবে সে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من تشبه بقوم فهو منهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান