ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৮২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮২) তাবিয়ি আম্মার ইবন আবু আম্মার বলেন, একবার ইবন আব্বাস রা. যাইদ ইবন সাবিত রা.র উট ধরে তাকে এগিয়ে নিতে যান। তখন যাইদ ইবন সাবিত ইবন আব্বাসের হাতে চুম্বন করেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عمار بن أبي عمار أن زيد بن ثابت رضي الله عنه قبل يد ابن عباس رضي الله عنه حين أخذ ابن عباس ركابه.