ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৮১
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮১) আব্বাস রা.র আযাদকৃত ক্রীতদাস তাবিয়ি সুহাইব বলেন, আমি দেখলাম যে, আলী রা. আব্বাস রা.র হস্ত ও পদদ্বয় চুম্বন করছেন।
عن صهيب قال: رأيت عليا رضي الله عنه يقبل يد العباس رضي الله عنه ورجليه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান