ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৮০
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮০) তাবিয়ি আবু মালিক আশজায়ি** বলেন, আমি আব্দুল্লাহ ইবন আবু আউফা রা.কে বললাম, আপনি যে হাত দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বাইআত করেছেন সেই হাতটি আমাকে ধরতে দিন । তখন তিনি হাতটি আমাকে ধরতে দিলেন । আমি হাতটি চুম্বন করলাম।
عن أبي مالك الأشجعي قال: قلت لابن أبي أوفى رضي الله عنه ناولني يدك التي بايعت بها رسول الله صلى الله عليه وسلم فناولنيها فقبلتها.
