ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৭৯
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৭৯) তাবিয়ি আব্দুর রহমান ইবন রাযীন বলেন, সালামা ইবনুল আকওয়া রা. বলেন, আমি আমার এই হাত দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বাইআত করেছি । তখন আমরা তাঁর হাতটি চুম্বন করি। তিনি তাতে আপত্তি করলেন না।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عبد الرحمن بن رزين عن سلمة بن الأكوع رضي الله عنه قال: بايعت النّبي صلى الله عليه وسلم بيدي هذه فقبلناها فلم ينكر ذلك.

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি ‘আল আদাবুল মুফরাদ' গ্রন্থে এবং তাবারানি । সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-৯৭৩; তাবারানি, . আল মু'জামুল আওসাত, হাদীস-৬৫৭; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১২৭৯৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান