ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৮১
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮১) আব্বাস রা.র আযাদকৃত ক্রীতদাস তাবিয়ি সুহাইব বলেন, আমি দেখলাম যে, আলী রা. আব্বাস রা.র হস্ত ও পদদ্বয় চুম্বন করছেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن صهيب قال: رأيت عليا رضي الله عنه يقبل يد العباس رضي الله عنه ورجليه.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি ‘আল-আদাবুল মুফরাদ' গ্রন্থে)।** [বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-৯৭৬; ইবনুল মুকরি, আর রুখসাতু ফী তাকবীলিল ইয়াদ, হাদীস-১৫]
** [গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদ শক্তিশালী। শুআইব আরনাউত বলেন, সনদের রাবীগণ নির্ভরযোগ্য। দেখুন: শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৭/৫১৩। -সম্পাদক]
** [গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটির সনদ শক্তিশালী। শুআইব আরনাউত বলেন, সনদের রাবীগণ নির্ভরযোগ্য। দেখুন: শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৭/৫১৩। -সম্পাদক]