ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৮০
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হস্ত ও পদ চুম্বন করা
(২৩৮০) তাবিয়ি আবু মালিক আশজায়ি** বলেন, আমি আব্দুল্লাহ ইবন আবু আউফা রা.কে বললাম, আপনি যে হাত দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বাইআত করেছেন সেই হাতটি আমাকে ধরতে দিন । তখন তিনি হাতটি আমাকে ধরতে দিলেন । আমি হাতটি চুম্বন করলাম।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي مالك الأشجعي قال: قلت لابن أبي أوفى رضي الله عنه ناولني يدك التي بايعت بها رسول الله صلى الله عليه وسلم فناولنيها فقبلتها.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবনুল মুকরি)। [ইবনুল মুকরি, আর রুখসাতু ফী তাকবীলিল ইয়াদ, হাদীস-২৩; ইবন হাজার, ফাতহুল বারি ১১/৫৭]

** ['আশজায়ি' অনুবাদকের প্রতিস্থাপন, গ্রন্থকার উল্লেখ করেছেন 'আশআরি'। ইবনুল মুকরির ‘আর রুখসাত', ইবন হাজারের 'ফাতহুল বারি' ও মুবারকপুরির 'তুহফাতুল আহওয়াযি' গ্রন্থে (৭/৪৩৭) 'আশজায়ি'ই রয়েছে । গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটি উল্লেখ করে ইবন হাজার তার সনদ সম্পর্কে কোনো মন্তব্য করেন নি। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান