ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৭৪
কারো জন্য দাঁড়ানো
(২৩৭৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, বনু কুরাইযার ইয়াহুদিগণ যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে এই শর্তে যে, সা'দ ইবন মুআয রা. তাদের বিষয়ে যে ফয়সালা দিবেন তারা তাই মেনে নিবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) সা'দকে ডেকে পাঠালেন। সা'দ একটি গাধায় চড়ে তথায় আগমন করেন। যখন তিনি মসজিদের নিকটবর্তী হলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) আনসারি সাহাবিগণকে বললেন, তোমাদের নেতা বা তোমাদের মধ্যকার সর্বোত্তম মানুষটির প্রতি দাঁড়াও (উঠে দাঁড়িয়ে তাঁর দিকে এগিয়ে যাও)।
عن أبي سعيد الخدري رضي الله عنه: نزل أهل قريظة على حكم سعد بن معاذ فأرسل النبي صلى الله عليه وسلم إلى سعد فأتى على حمار فلما دنا من المسجد قال للأنصار: قوموا إلى سيدكم أو خيركم.
