ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৭৩
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কারো জন্য দাঁড়ানো
(২৩৭৩) তাবি’-তাবিয়ি মুহাম্মাদ ইবন হিলাল তার পিতা তাবিয়ি হিলাল ইবন আবু হিলাল থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) (আমাদের মজলিস থেকে) বের হতেন তখন তিনি তাঁর বাড়িতে প্রবেশ করা পর্যন্ত আমরা দাঁড়াতাম।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن محمد بن هلال عن أبيه: أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج قمنا له حتى يدخل بيته.

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাযযার। সনদের রাবীগণ নির্ভরযোগ্য)।** [মুসনাদ বাযযার, হাদীস-৮৩৯১; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১২৭৮৬]

** গ্রন্থকার টীকায় উল্লেখ করেছেন যে, হাইসামি তার মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে এই হাদীসটি এভাবে উল্লেখ করে লিখেছেন, আমার নিকট সংগৃহীত কাগজে এরূপই দেখতে পাচ্ছি। মনে হয় সনদটি নিম্নরূপ হবে: “মুহাম্মাদ ইবনু হিলাল তার পিতা থেকে আবু হুরাইরা থেকে'। কারণ মুহাম্মাদ ইবন হিলালের পিতা হিলাল সাহাবি ছিলেন না এবং তিনি বলতে পারেন না যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর বাড়িতে প্রবেশ করা পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম আবু দাউদ এই সনদেই হাদীসটি সঙ্কলন করেছেন, তার বর্ণনায় মুহাম্মাদ ইবন হিলাল তার পিতা থেকে, আবু হুরাইরা রা. থেকে বলেন, "নবীজি (ﷺ) আমাদের সাথে মজলিসে বসে কথাবার্তা বলতেন । এরপর যখন তিনি উঠতেন তখন আমরাও উঠে দাঁড়াতাম এবং যতক্ষণ না তিনি তাঁর কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করতেন, ততক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতাম"। [আবু দাউদ, হাদীস-৪৭৭৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান