ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৭৩
কারো জন্য দাঁড়ানো
(২৩৭৩) তাবি’-তাবিয়ি মুহাম্মাদ ইবন হিলাল তার পিতা তাবিয়ি হিলাল ইবন আবু হিলাল থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) (আমাদের মজলিস থেকে) বের হতেন তখন তিনি তাঁর বাড়িতে প্রবেশ করা পর্যন্ত আমরা দাঁড়াতাম।
عن محمد بن هلال عن أبيه: أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج قمنا له حتى يدخل بيته.
