ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৭২
কারো জন্য দাঁড়ানো
(২৩৭২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে তাঁর আকৃতি, প্রকৃতি, স্বভাব, আচরণ, উঠা ও বসায় তাঁর কন্যা ফাতিমার চেয়ে বেশী মিল সম্পন্ন আর কাউকে দেখি নি। তিনি বলেন, যখন ফাতিমা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করতেন তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে তার দিকে এগিয়ে যেতেন, তাকে চুম্বন করতেন এবং তাকে তাঁর নিজের বসার স্থানে বসাতেন। আর যখন রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা রা.র নিকট গমন করতেন তখন ফাতিমা তার বসার স্থান থেকে দাঁড়িয়ে তাঁকে চুম্বন করতেন এবং তাঁকে তার বসার স্থানে বসাতেন ।
عن عائشة رضي الله عنها قالت: ما رأيت أحدا أشبه سمتا ودلا وهديا برسول الله صلى الله عليه وسلم في قيامها وقعودها من فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم قالت: وكانت إذا دخلت على النّبي صلى الله عليه وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه وكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها قامت من مجلسها فقبلته واجلسته في مجلسها.
