ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৭১
মস্তক চুম্বন
(২৩৭১) আয়িশা রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর দুধভাই) উসমান ইবন মাযউনকে মৃত অবস্থায় চুম্বন করছেন, এমনকি আমি দেখলাম যে, তাঁর অশ্রু প্রবাহিত হচ্ছে।
عن عائشة رضي الله عنها قالت: رأيت رسول الله صلى الله عليه وسلم يقبل عثمان بن مظعون وهو ميت حتى رأيت الدموع تسيل.
