ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৭৫
কোন প্রকার দাঁড়ানো নিষিদ্ধ
(২৩৭৫) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ পছন্দ করে যে, তার জন্য মানুষের দণ্ডায়মান হোক, তবে তাকে জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নিতে হবে।
عن معاوية رضي الله عنه مرفوعا: من أحب أن يتمثل له الرجال قياما فليتبوأ مقعده من النار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৭৫ | মুসলিম বাংলা