ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬৩
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬৩) আনাস ইবন মালিক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে খাইবারের যুদ্ধে গমনের বর্ণনা প্রসঙ্গে) তিনি বলেন, আল্লাহর নবী (ﷺ) বাহনে আরোহণ করলেন এবং আবু তালহা তার বাহনে আরোহন করলেন। আমি আবু তালহার বাহনের উপরে তার পেছনে বসলাম। রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের গলির মধ্যে দ্রুত বাহন হাঁকালেন। ......... অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উরুর উপর থেকে লুঙ্গি সরিয়ে নিলেন, এমনকি আমি নবীজি (ﷺ) এর উরুর শুভ্রতার দিকে তাকিয়ে থাকলাম।
عن أنس بن مالك رضي الله عنه: ... فركب نبي الله صلى الله عليه وسلم وركب أبو طلحة وأنا رديف أبي طلحة فأجرى نبي الله صلى الله عليه وسلم في زقاق خيبر... ثم حسر الإزار عن فخذه حتى إني أنظر إلى بياض فخذ نبي الله صلى الله عليه وسلم.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, উপরের হাদীসগুলো থেকে প্রমাণিত হয় যে, ঊরু গুপ্তাঙ্গ । এই প্রেক্ষাপটে এই হাদীসটির ব্যাখ্যা হল, দ্রুততার কারণে বেখেয়ালে বা অনিচ্ছাকৃতভাবে তাঁর লুঙ্গি উরুর উপর থেকে সরে যায়। মুসলিমের বর্ণনায় তা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অতঃপর তাঁর উরুর উপর থেকে লুঙ্গি সরে যায়। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬৩ | মুসলিম বাংলা