ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬৪
বেগানা নারীর সাথে একত্র অবস্থান
(২৩৬৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাবধান! কোনো পুরুষ যেন কোনো বয়স্কা বা বিবাহিতা নারীর নিকট রাত্রি যাপন না করে, শুধু স্বামী বা মাহরাম (চিরস্থায়ীভাবে বিবাহ অবৈধ) আত্মীয় ছাড়া।
عن جابر رضي الله عنه مرفوعا: ألا لا يبيتن رجل عند امرأة ثيب إلا أن يكون ناكحا أو ذا محرم.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬৪ | মুসলিম বাংলা