ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৬২
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬২) (রাসূলুল্লাহ (ﷺ) এর শ্যালক) মুহাম্মাদ ইবন জাহ্শ রা. বলেন, মা'মার মসজিদের প্রাঙ্গনে তার উরুর প্রান্ত অনাবৃত করে বসে ছিলেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) সেখান দিয়ে গমন করেন। তিনি বলেন, হে মা’মার, তোমার উরু আবৃত করো, কারণ উরু গুপ্তাঙ্গ ।
عن محمد بن جحش رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر على معمر بفناء المسجد محتبيا كاشفا عن طرف فخذه فقال له النبي صلى الله عليه وسلم: خمر فخذك يا معمر فإن الفخذ عورة.
