ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬১
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬১)যুরআ ইবন আব্দুর রহমান ইবন জারহাদ তার পিতা থেকে বর্ণনা করেছেন- জারহাদ ছিলেন সুফ্ফাবাসী সাহাবিগণের একজন- তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট বসে ছিলেন, এবং আমার উরু অনাবৃত ছিল । তখন তিনি বললেন, তুমি কি জান না যে, উরু গুপ্তাঙ্গ (সতর)?
عن زرعة بن عبد الرحمن بن جرهد عن أبيه قال: كان جرهد رضي الله عنه هذا من أصحاب الصفة قال: جلس رسول الله صلى الله عليه وسلم عندنا وفخذي منكشفة فقال: أما علمت أن الفخذ عورة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬১ | মুসলিম বাংলা