ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬০
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬০) তাবিয়ি উমাইর ইবন ইসহাক বলেন, আমি মদীনার এক রাস্তায় হাসান রা.র সাথে হ্যাঁটছিলাম । এমতাবস্থায় আবু হুরাইরা রা.র সাথে আমাদের সাক্ষাত হল। তিনি হাসান রা.কে বললেন, আপনি আমার জন্য আপনার পেট অনাবৃত করুন- আমি আপনার জন্য কুরবানী হই- যেন রাসূলুল্লাহ (ﷺ) কে যে স্থানে চুম্বন করতে দেখেছিলাম সেই স্থানে আমি চুম্বন করতে পারি । তখন তিনি তার পেট অনাবৃত করেন। তখন আবু হুরাইরা রা. তার নাভি চুম্বন করেন। যদি তা গুপ্তাঙ্গ বা আবরণীয় অঙ্গ (সতর) হত তবে তিনি তা অনাবৃত করতেন না।
عن عمير بن إسحاق قال: كنت أمشي مع الحسن بن علي رضي الله عنهما في بعض طرق المدينة فلقينا أبو هريرة رضي الله عنه فقال للحسن: إكشف لي عن بطنك جعلت فداك حتى أقبل حيث رأيت رسول الله صلى الله عليه وسلم يقبله قال: فكشف عن بطنه فقبل سرته ولو كانت من العورة ما كشفها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬০ | মুসলিম বাংলা