ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫৯
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৯) মারওয়ান ইবন নু'মান নামক একব্যক্তি বলেন, আমি দেখলাম যে, আনাস ইবন মালিক একটি লাঠিতে ভর দিয়ে রয়েছেন, লাঠিটির মাথায় রৌপ্যের আবরণ ছিল।
عن مروان بن النعمان قال: رأيت أنس بن مالك رضي الله عنه يتوكأ على عصا على رأسها ضبة فضة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫৯ | মুসলিম বাংলা