ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫৮
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৮) তাবিয়ি উরওয়া বলেন, (তার পিতা) যুবাইর ইবনুল আওয়াম রা.র তরবারি রৌপ্য দ্বারা শোভিত ছিল।
عن عروة قال: كان سيف الزبير بن العوام محلى بفضة.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫৮ | মুসলিম বাংলা