ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫৭
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৭) মাযীদাহ রা. বলেন, মক্কা বিজয়ের দিনে যখন রাসূলুল্লাহ (ﷺ) প্রবেশ করলেন তখন তাঁর তরবারির উপরে স্বর্ণ ও রৌপ্য ছিল।
عن مزيدة رضي الله عنه قال: دخل رسول الله صلى الله عليه وسلم يوم الفتح وعلى سيفه ذهب وفضة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫৭ | মুসলিম বাংলা