ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৫৪
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
স্বর্ণ দ্বারা দাত বাঁধানো
(২৩৫৪) তাবিয়ি আব্দুর রহমান ইবন তারাফা বলেন, (জাহিলি যুগে সংঘটিত) কুলাব যুদ্ধের সময় তার দাদা আরফাজা ইবন আসআদ রা.র নাকটি কাটা যায় । তখন তিনি রৌপ্য দিয়ে একটি নাক বানিয়ে নেন। কিন্তু তা দুর্গন্ধময় হয়ে যায় । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন (স্বর্ণের নাক ব্যবহারের), ফলে তিনি স্বর্ণ দ্বারা একটি নাক বানিয়ে নেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عبد الرحمن بن طرفة أن جده عرفجة بن أسعد قطع أنفه يوم الكلاب فاتخذ أنفا من ورق فأنتن عليه فأمره النبي صلى الله عليه وسلم فاتخذ أنفا من ذهب.
হাদীসের ব্যাখ্যা:
উমার রা., উসমান রা., আনাস রা., আব্দুল্লাহ ইবন আব্দুল্লাহ ইবন উবাই ইবন সালূল রা. ও অন্যান্য অনেক সালফে সালিহীন থেকে বর্ণিত হয়েছে যে, তারা স্বর্ণ দিয়ে তাদের দাঁত বাঁধিয়েছিলেন ।