ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫৫
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তরবারির হাতলের প্রান্ত রৌপ্য দিয়ে জড়ানো ছিল।
عن أنس رضي الله عنه قال: كانت قبيعة سيف رسول الله صلى الله عليه وسلم من فضة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫৫ | মুসলিম বাংলা