ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৫৩
রৌপ্যের আংটি বৈধ, লোহা, পিতল বা স্বর্ণের আংটি নয়
(২৩৫৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্য দিয়ে একটি আংটি তৈরী করেন, আংটিতে খোদায় করা ছিল: 'মুহাম্মাদ আল্লাহর রাসূল'।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم اتخذ خاتما من فضة نقشه محمد رسول الله... فإني لأرى بريقه في خنصره... وكان فصه حبشيا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৫৩ | মুসলিম বাংলা