ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৫৩
রৌপ্যের আংটি বৈধ, লোহা, পিতল বা স্বর্ণের আংটি নয়
(২৩৫৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্য দিয়ে একটি আংটি তৈরী করেন, আংটিতে খোদায় করা ছিল: 'মুহাম্মাদ আল্লাহর রাসূল'।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم اتخذ خاتما من فضة نقشه محمد رسول الله... فإني لأرى بريقه في خنصره... وكان فصه حبشيا.
