ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৪২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪২) তাবিয়ি ইকরিমা বলেন, ইবন আব্বাস রা. সুতো ও রেশম উভয়ের মিশ্রণে বানানো ‘রেশমি কাপড় পরিধান করতেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শুধু বিশুদ্ধ রেশম নিষিদ্ধ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عكرمة قال: كان ابن عباس رضي الله عنه يلبس الخز فقيل له فقال: إنما نهي عن المصمت.
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাবারানি । সনদের রাবীগণ নির্ভরযোগ্য)। [তাবারানি, আল মু'জামুল কাবীর ১১/৩৩৯, হাদীস-১১৯৩৯; বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-৫৬৯৭]