ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৪১
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪১) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশম থেকে নিষেধ করেছেন, শুধু এতটুকু ছাড়া, একথা বলে তিনি বৃদ্ধাঙ্গুলির পাশের দুইটি আঙ্গুলি দিয়ে ইশারা করলেন।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى الحرير إلا هكذا وأشار بإصبعيه اللتين تليان الإبهام.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)