ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৪০
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪০) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশম পরিধান করতে নিষেধ করেছেন, কিন্তু দুই আঙুল, তিন আঙুল বা চার আঙুল পরিমাণ স্থান (পোশাকের মধ্যে এইরূপ সামান্য পরিমাণ স্থান রেশমের তৈরী হলে তা পরিধান করার অনুমতি দিয়েছেন)।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عمر رضي الله عنه قال: نهى نبي الله صلى الله عليه وسلم عن لبس الحرير إلا موضع إصبعين أو ثلاث أو أربع.