ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৪৩
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৩) তাবিয়ি যুরারা ইবন আওফা বলেন, আমি দেখেছি যে, ইমরান ইবন হুসাইন রা. সুতো ও রেশম উভয়ের মিশ্রণে বানানো রেশমি কাপড় পরিধান করে ছিলেন।
عن زرارة بن أوفى قال: رأيت عمران بن حصين رضي الله عنه يلبس الخز .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৪৩ | মুসলিম বাংলা