ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৪৪
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্ভেজাল রেশমের কাপড় নিষেধ করেছেন। তবে রেশমের বুটি বা কারুকার্য এবং রেশমের সুতো ব্যবহার করলে অসুবিধা নেই।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عباس رضي الله عنهما قال: إنما نهى رسول الله صلى الله عليه وسلم عن الثوب المصمت من الحرير فأما العلم من الحرير وسدى الثوب فلا بأس به.
tahqiqতাহকীক:তাহকীক চলমান