ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩৩২
কুরবানী ও আকীকা অধ্যায়
নবজাতকের নাম রাখা
(২৩৩২) আবু ওয়াব জুশামি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা নবীগণের নামে নাম রাখবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল 'আব্দুল্লাহ' (আল্লাহর বান্দা) এবং 'আব্দুর রহমান' (করুণাময়ের বান্দা)। আর নামের মধ্যে সবচেয়ে সত্য নাম হল 'হারিস (চাষী বা কৃষক) এবং 'হাম্মাম' (চিন্তিত বা ব্যতিব্যস্ত)। আর সবচেয়ে খারাপ নাম হল 'হারব' (যুদ্ধ) ও 'মুররা' (তিক্ত)।
كتاب الأضحية
عن أبي وهب الجشمي رضي الله عنه مرفوعا: تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارث وهمام وأقبحها حرب ومرة.