ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩২৭
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৭) ইমাম জা'ফর সাদিক তার পিতা তাবিয়ি মুহাম্মাদ আল বাকির (১১৪ হি.) থেকে বর্ণনা করেছেন যে, ফাতিমা রা. হাসান ও হুসাইনের জন্য যে আকীকা প্রদান করেন, সেই আকীকার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা ধাত্রীর কাছে আকীকার পশুর একটি রান পাঠিয়ে দাও এবং নিজেরা খাও ও অন্যদেরকে খাওয়াও। তার কোনো হাড় তোমরা ভাঙবে না।
عن جعفر الصادق عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال في العقيقة التي عقتها فاطمة عن الحسن والحسين رضي الله عنهما: أن تبعثوا إلى القابلة منها برجل وكلوا وأطعموا ولا تكسروا منها عظما.
