ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩২৬
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসাইনের জন্য একটি একটি করে পুরুষ মেষ (ভেড়া) আকীকা প্রদান করেন।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين كبشا كبشا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩২৬ | মুসলিম বাংলা