ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩২৫
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৫) আয়িশা রা. থেকে বর্ণিত। আয়িশার ভাই আব্দুর রহমান ইবন আবু বাকর সিদ্দীক রা.র পরিবারের এক মহিলা গানত করেন যে, যদি আব্দুর রহমানের স্ত্রী সন্তান প্রসব করে তবে তিনি একটি উট জবাই করবেন। তখন আয়িশা রা. বলেন, না। বরং সুন্নতই উত্তম। তা হল বালকের জন্য দুইটি সমপর্যায়ের মেষ এবং বালিকার জন্য একটি মেষ। আকীকার পশুর গোশত বণ্টনের জন্য অঙ্গগুলো পৃথকভাবে কাটতে হবে এবং তার হাড় ভাঙা হবে না। অতঃপর তা থেকে নিজে ভক্ষণ করবে, অন্যদের খাওয়াবে এবং দান করবে। আকীকার এই কর্ম যেন সপ্তম দিবসে করা হয়। তা নাহলে ১৪তম দিবসে। তা না হলে ২১তম দিবসে।
عن عائشة رضي الله عنها في امرأة من آل عبد الرحمن نذرت إن ولدت امرأة عبد الرحمن نحرنا جزورا فقالت: لا بل السنة أفضل عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة تقطع جدولا ولا يكسر لها عظم فيأكل ويطعم ويتصدق وليكن ذاك يوم السابع فإن لم يكن ففي أربعة عشر فإن لم يكن ففي إحدى وعشرين.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩২৫ | মুসলিম বাংলা