ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩২৮
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) কে আকীকার বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, আল্লাহ 'কর্তন-অবাধ্যতা পছন্দ করেন না। মনে হল, তিনি 'আকীকা' পরিভাষাটি অপছন্দ করলেন (আকীকার শাব্দিক অর্থ কর্তন বা অবাধ্যতা)। এবং তিনি বললেন, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে এবং সন্তানের পক্ষ থেকে পশু জবাই করতে সে ভালোবাসে, তবে সে তা করতে পারে । বালকের জন্য দুইটি মেষ ও বালিকার জন্য একটি মেষ।
عن عمرو بن شعيب عن أبيه أراه عن جده قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن العقيقة فقال: لا يحب الله العقوق كأنه كره الاسم وقال: من ولد له ولد فأحب أن ينسك عنه فلينسك عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة.
