ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১৮
কুরবানী-যোগ্য পশু ও কুরবানীর অযোগ্য পশু
(২৩১৮) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যে দাঁড়িয়ে বলেন, চার প্রকারের পশু কুরবানীর জন্য বৈধ নয়: ১. যে পশুর একটি চক্ষু অন্ধ এবং তার অন্ধত্ব স্পষ্ট, ২. অসুস্থ পশু, যার অসুস্থতা স্পষ্ট, ৩. খোঁড়া পশু, যার পায়ের বক্রতা স্পষ্ট এবং ৪. ভগ্নপদ পশু, যার মগজ নেই (হাড্ডিসার হয়ে গিয়েছে।)
عن البراء بن عازب رضي الله عنه قال: قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال: أربع لا تجوز في الأضاحي: العوراء بين عورها والمريضة بين مرضها والعرجاء بين ظلعها والكسير التي لا تنقى.
