ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১৯
কুরবানী-যোগ্য পশু ও কুরবানীর অযোগ্য পশু
(২৩১৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা (কুরবানীর পশুর) চক্ষু ও কর্ণ ভালো করে দেখে নেব এবং যে পশুর কর্ণের অগ্রভাগ কর্তিত, অথবা কর্ণের পশ্চাতভাগ কর্তিত, অথবা কর্ণ দ্বিখণ্ডিত অথবা কর্ণ ছিদ্ৰকৃত সে পশু আমরা কুরবানী করব না।
عن علي رضي الله عنه قال: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن وأن لا نضحي بمقابلة ولا مدابرة ولا شرقاء.
