ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১৭
কুরবানী-যোগ্য পশু ও কুরবানীর অযোগ্য পশু
(২৩১৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বছর পূর্ণ হয়েছে এমন পশু ছাড়া অন্য কোনো পশু তোমরা (কুরবানীর জন্য) জবাই করবে না । কিন্তু যদি তোমাদের জন্য (একবছর বয়স্ক পশু সংগ্রহ) কঠিন হয়ে যায় তবে ছয়মাস পূর্ণ করেছে এরূপ মেষ তোমরা জবাই করতে পার।
عن جابر رضي الله عنه مرفوعا: لا تذبحوا إلا مسنة إلا أن يعسر عليكم فتذبحوا جذعة من الضأن.
