ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩১৬
সালাতুল ঈদের আগে কুরবানী করা জায়িয নয়
(২৩১৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতুল ঈদের আগে যে (কুরবানীর পশু) জবাই করেছে সে যেন পুনরায় জবাই করে।
عن أنس رضي الله عنه مرفوعا: من ذبح قبل الصلاة فليعد.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩১৬ | মুসলিম বাংলা