ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১৫
সালাতুল ঈদের আগে কুরবানী করা জায়িয নয়
(২৩১৫) জুনদুব ইবন সুফিয়ান বাজালি রা. বলেন, আমি দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল আযহার দিনে ঈদের সালাত আদায় করলেন । অতঃপর তিনি খুতবা দিলেন। তখন তিনি বললেন, যদি কেউ সালাতুল ঈদ আদায়ের পূর্বেই (কুরবানীর পশু) জবাই করে থাকে তবে সে যেন তার পরিবর্তে পুনরায় আবার জবাই করে। আর যে ব্যক্তি এখনো জবাই করে নি সে ‘বিসমিল্লাহ' বলে জবাই করুক।
عن جندب بن سفيان البجلي رضي الله عنه قال: شهدت رسول الله صلى الله عليه وسلم صلى يوم أضحى ثم خطب فقال: من كان ذبح قبل أن يصلي فليعد مكانها ومن لم يكن ذبح فليذبح باسم الله.
