ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১৪
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জবাইয়ের দিনে (কুরবানীর দিনে) সাদার সাথে কালো রং মিশ্রিত শিংওয়ালা কাটান দেওয়া দুইটি পুরুষ মেষ জবাই করলেন। যখন তিনি মেষ দুটিকে কেবলামুখি করলেন তখন বললেন, 'নিশ্চয় আমি তাঁর দিকে মুখ ফিরাচ্ছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, ইবরাহীমের ধর্মের উপরে একনিষ্ঠভাবে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার সালাত, আমার ইবাদত-উৎসর্গ, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের পালনকর্তা আল্লাহর জন্য, তাঁর কোনো শরীক নেই এবং এজন্যই আমি আদিষ্ট হয়েছি এবং আমি আত্মসমর্পণকারীগণের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে এবং আপনারই জন্য, মুহাম্মাদ ও তাঁর উম্মাতের পক্ষ থেকে, আল্লাহর নামে এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ'। অতঃপর তিনি জবাই করেন।
عن جابر رضي الله عنه قال: ذبح النّبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقرنين أملحين موجوءين فلما وجههما قال: إني وجهت وجهي للذي فطر السموات والأرض على ملة إبراهيم حنيفا وما انا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك وعن محمد وأمته باسم الله والله أكبر ثم ذبح.
