ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১৩
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১৩) আয়িশা রা. ও আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কুরবানী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন তিনি দুটি মোটাসোটা বিশালাকৃতির সাদার সাথে কালো রং মিশ্রিত কাটান দেওয়া পুরুষ মেষ ক্রয় করতেন।
عن عائشة أو عن أبي هريرة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي اشترى كبشين عظيمين سمينين أقرنين أملحين موجوءين.
