ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩১২
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন, সাদার সাথে কালো মেশানো কালোয় হাটে, কালোয় শয়ন করে এবং কালোয় দেখে (পা, পেট ও চক্ষু কালো) একটি পুরুষ মেষ সংগ্রহ করার। তাঁর নির্দেশমতো মেষ আনয়ন করা হলে তিনি তা কুরবানী দেন। তিনি তাঁকে বলেন, আয়িশা, তুমি আমাকে ছুরি দাও। অতঃপর তিনি বলেন, তুমি পাথরের সাথে ছুরিটি ধার দেও। আমি তাঁর নির্দেশমতো তা করি। অতঃপর তিনি ছুরিটি গ্রহণ করেন এবং মেষটি নিয়ে শোওয়ান। অতঃপর তিনি তাকে জবাই করেন এবং বলেন, 'বিসমিল্লাহ, হে আল্লাহ আপনি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার-বংশধর ও মুহাম্মাদের উম্মাতের পক্ষ থেকে কবুল করুন'।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر بكبش أقرن يطأ في سواد ويبرك في سواد وينظر في سواد فأتي به ليضحي به فقال لها: يا عائشة هلمي المدية ثم قال: إشحذيها بحجر ففعلت: ثم أخذها وأخذ الكبش فأضجعه ثم ذبحه ثم قال: باسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৩১২ | মুসলিম বাংলা