ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১১
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি সাদার সাথে কালো মেশানো দৃষ্টিনন্দন শিং-ওয়ালা পুরুষ মেষ কুরবানী করেন । তিনি নিজে হাতে পশুদ্বয় জবাই করেন এবং আল্লাহর নাম নেন ও তাকবীর বলেন । এবং তিনি তাঁর পা পশুদ্বয়ের ঘাড়ের উপরে রাখেন।
عن أنس رضي الله عنه قال: ضحى النّبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما.
