ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩০৪
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৪) ইবন আব্বাস রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করে, আমার উপর দায়িত্ব ছিল একটি উট (কুরবানী করা), কিন্তু উট আমি যোগাড় করতে পারছি না। তখন তিনি তাকে বলেন, তুমি সাতটি মেষ ক্রয় করো।
عن ابن عباس رضي الله عنهما قال: سأل رجل رسول الله صلى الله عليه وسلم فقال: إن على ناقة (علي ناقة وقد عزبت علي) غربت عني فقال: إشتر سبعا من الغنم.
