ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩০৫
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৫) মিখনাফ ইবন সুলাইম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে মানুষেরা, প্রত্যেক পরিবারের উপর প্রত্যেক বছরে একটি কুরবানী ও একটি আতীরাহ (রজব মাসের কুরবানী) প্রদানের দায়িত্ব রয়েছে।
عن مخنف بن سليم رضي الله عنه مرفوعا: يا أيها الناس إن على أهل كل بيت في كل عام أضحية وعتيرة.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এ হাদীসের অর্থ এই নয় যে, পরিবারের সকলের পক্ষ থেকে একটি কুরবানি দিতে হবে বা পরিবারের সকলেই কুরবানিতে শরীক হবে এর অর্থ হল, পরিবারের সকলেই কুরবানির গোশত ভক্ষণে শরীক হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান