ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩০৩
উট ও গরু সাতজনের পক্ষ থেকে এবং মেষ-ছাগি একজনের পক্ষ থেকে
(২৩০৩) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, হুদাইবিয়ার বছরে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে কুরবানীর পশু জবাই করলাম উট সাতজনের পক্ষ থেকে এবং গরু সাতজনের পক্ষ থেকে। অন্য বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমদেরকে নির্দেশ দিলেন যে, উট এবং গরুর ক্ষেত্রে আমরা যেন প্রত্যেক সাতজন একটি পশুতে অংশ গ্রহণ করি।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة. وفي لفظ: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل سبعة منا في بدنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩০৩ | মুসলিম বাংলা