ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৯৭
জবাইয়ের নিয়মাবলি
আহারের আগে ও পরে ওযু করা
(২২৯৭) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাদ্যের বরকত হল তার পূর্বে ওযু করা এবং তার পরে ওযু করা।
كتاب الذبائح
عن سلمان رضي الله عنه مرفوعا: بركة الطعام الوضوء قبله والوضوء بعده.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এখানে ‘অযু' বলতে আভিধানিক ওযু বা হাত মুখ ধৌত করা বোঝানো হয়েছে। অর্থাৎ আহারের আগে পরে এভাবে হাত-মুখ ধৌত করা উত্তম, তবে ‘পারিভাষিক' ওযু আবশ্যকীয় নয়। নিম্নের হাদীস থেকে তা জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান