ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৯৭
আহারের আগে ও পরে ওযু করা
(২২৯৭) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাদ্যের বরকত হল তার পূর্বে ওযু করা এবং তার পরে ওযু করা।
عن سلمان رضي الله عنه مرفوعا: بركة الطعام الوضوء قبله والوضوء بعده.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এখানে ‘অযু' বলতে আভিধানিক ওযু বা হাত মুখ ধৌত করা বোঝানো হয়েছে। অর্থাৎ আহারের আগে পরে এভাবে হাত-মুখ ধৌত করা উত্তম, তবে ‘পারিভাষিক' ওযু আবশ্যকীয় নয়। নিম্নের হাদীস থেকে তা জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৯৭ | মুসলিম বাংলা